বাংলা জ্ঞান শব্দটির ইংরেজী প্রতিশব্দ হচ্ছে Knowledge. যার মাঝে জ্ঞান আছে তাকে বলে জ্ঞানী ইংরেজীতে বলা হয় Wise. বুদ্ধিকে বলা হয় Intelligence. বুদ্ধি থাকলে তাকে বলে বুদ্ধিমান বা Intelligent. আর মেধার ইংরেজী প্রতিশব্দ Talent মেধা থাকলে তাকে মেধাবী বলে, ইংরেজীতে বলে Talented. প্রকৃতপক্ষে জ্ঞান, বুদ্ধি মেধা এগুলি সবই সমার্থক শব্দ। এ বিষয়গুলি সৃষ্টিকর্তাই প্রত্যেক মানুষের মাঝে দিয়ে রেখেছেন। তবে এগুলো বিকশিত না হলে বাস্তবে এর কোন প্রভাব পরিলক্ষিত হয় না। একটি বেটারীর মাঝে যে ইলেকট্রন আছে তা আলো জ্বালাতে সক্ষম কিন্তু যতক্ষণ পর্যন্ত বেটারীকে কোন বাল্ব এর সাথে যথাযথভাবে সংযুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বেটারীতে কী পরিমাণ বা কতটুকু ইলেকট্রন বা চার্জ বিদ্যমান। একজন মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধাও ঠিক তেমনই। বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতে সে কী ধরণের প্রতিক্রিয়া ব্যক্ত করতে সক্ষম তা দ্বারাই যাচাই করা সম্ভব ব্যক্তি কতটুকু জ্ঞানী, বুদ্ধিমান কিংবা মেধাবী। আর এই জ্ঞান, বুদ্ধি বা মেধা বিকশিত করার উত্তম জায়গা হচ্ছে পাঠশালা। প্রত্যেক পাঠশালাই পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর মেধাবিকাশে সহায়তা করে এবং পরীক্ষার মাধ্যমে কার কতটুকু মেধা বিকশিত বা অর্জিত হয়েছে তা যাচাই করে সনদ প্রদান করে। যদি তাই হয় তাহলে কেন এদেশে “সেরা মেধাবীদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সেরা মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং?” উত্তর-
- ভর্তি কোচিং না করলে শিক্ষার্থীদের অর্জিত মেধা পরীক্ষার ফলাফল প্রকাশ হতে না হতেই সব হারিয়ে যাবে;
- মেধাবীরা তাদের মেধা আছে ভেবে বসে থাকলে এই সময়ে অমেধাবীরা তাদেরকে টপকে উপরে উঠে যাবে;
- আসলে তারা যতই মেধাবী হোক না কেন, মেডিকেল/ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশ নেয়ার মত মেধা তাদের নেই;
- শিক্ষার্থীরা যতই মেধাবী হোক না কেন, কোন সেরা ভর্তি কোচিং সেন্টারে কোচিং না করলে মেধাবীদের মেধা কখনোই পরিপূর্ণ হয় না;
- মেধাবীরা কোচিং না করলে সব অমেধাবীরা মেডিকেল/ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্বদ্যিালয়ের ভর্তি যুদ্ধে অংশ নিয়ে মেধাবীদেরকে পিছনে ফেলে ভাল ভাল প্রতিষ্ঠান সমূহে ভর্তি হয়ে যাবে।
প্রশ্নটির অনেকগুলো উত্তর নিজে নিজে খুঁজে বের করলেও আমার মনে হয় আমি আসলে এখনও সঠিক উত্তরটি খুঁজেই পাইনি। তাই পাঠকদের কাছে জানতে চাই, ঠিক কী কারণে “সেরা মেধাবীদের জন্য সেরা ভর্তি কোচিং প্রয়োজন” তা যদি কোন স্বহৃদয় জ্ঞানী পাঠক জানাতে পারতেন তাহলে হয়তো আমার প্রশ্নের উত্তর প্রাপ্তির সাথে সাথে সেরা ভর্তি কোচিং সেন্টারগুলোর শ্রেষ্ঠত্ব আরও একটু বাড়ানো সম্ভব হতো।